পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংকের ২ উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংটির উদ্যোক্তা আজিজুল হক চৌধুরী ৯ লাখ ৪৪ হাজার ১২৮ টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। বর্তমান বাজার মূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ শেয়ার বিক্রি করেছে। এর আগে ১৫ জুন সিটি ব্যাংকের এই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দেয়।
ব্যাংটির উদ্যোক্তা হোসনে আরা আজিজ ১০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। বর্তমান বাজার মূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ শেয়ার বিক্রি করেছে। এর আগে ১৫ জুন সিটি ব্যাংকের এই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দেয়।