সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ার একটি বাড়িতে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের আটজন অগ্নিদগ্ধের ঘটনায় মোট পাঁচজন মারা গেছে। ১৭ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মা নূরজাহান বেগম(৭০), পরের দিন ছেলে কিরন মিয়া(৫২), সাতদিন পর কিরন মিয়ার বড় ছেলে আবুল বাশার ইমন(২৫)মারা যায়।
এরপর সোমবার রাত সাড়ে ১১ টায় আপন(১২)এবং মঙ্গলবার সকালে হিরন মিয়া(৩২)ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি ভোর রাতে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় একটি পাঁচতলা বাড়ির নীচ তলায় গ্যাসের আগুনে একই পরিবারের নারী পুরুষ ও শিশুসহ আটজন দগ্ধ হন। হাসাপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অপর তিনজনও আশঙ্কামুক্ত নন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান