সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়নগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে প্যাপিলন নিট কম্পোজিট পোশাক কারখানার শ্রমিকরা  সড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার (২৪মে) সকাল ৯টা থেকে শ্রমিকরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ শুরু করেন।

এর আগে একই দাবিতে তারা মঙ্গলবারও সড়ক অবরোধ করেছিলেন। পরে শিল্প পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার বেতনের দিন ধার্য করলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। কিন্তু আজ সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে তালাবদ্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন।

এদিকে শ্রমিকদের অবরোধের কারণে সিদ্ধিরগঞ্জে শীমরাইল-আদমজী-চাষাড়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে প্যাপিলন নিট কম্পেজিট গার্মেন্টের পরিচালক ফারুক হোসেনের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক নূরে আলম জানান, প্রতিষ্ঠানটির মালিকের ভাইয়ের মৃত্যুর কারণে আজ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে একটি নোটিশ টানিয়ে রাখে কর্তৃপক্ষ। নোটিশে উল্লেখ আছে আগামী শনিবার যথারীতি কারখানাটি খোলা হবে এবং আগামী রোববার শ্রমিকদের সব বকেয়া পাওনা পরিশোধ করা হবে। বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে।

সূত্রে জানা যায়,  দুপুর ১২টার পর শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন।

আজকের বাাজার/ লাবনী