সিনহাকে ‘ফিরে পেতে’ বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে দাবি করে, তাকে আদালতে ফিরিয়ে দেয়ার জন্য বিক্ষোভ করছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বেলা সোয়া ১০টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। আইনজীবী ভবনে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে দেখা গেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, শরীফ ইউ আহমেদসহ শতাধিক আইনজীবীকে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায়। পরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেয় আইনজীবীরা।

গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে যান। তার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭