প্রধান বিচারপতি এস কে সিনহার ৫ দিন পর অস্ট্রেলিয়া গেলেন তার স্ত্রী সুষমা সিনহা। গতকাল ১৭ অক্টোবর মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
এর আগে কাকরাইলের হেয়ার রোডের প্রধান বিচারপটির সরকারি বাসভবন থেকে রাত ১০ টায় বেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সুষমা সিনহা। সিঙ্গাপুর হয়ে তিনি অস্ট্রেলিয়া যাবেন। সেখানে তার বড় মেয়ে সূচনা সিনহা বসবাস করেন।
গত ১৩ অক্টোবর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া যান প্রধান বিচারপতি এসকে সিনহা। তিনি এক মাসের ছুটিতে রয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে ১৮ অক্টোবর ২০১৭