সিনহার বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল ২৯ অক্টোবর

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিল আগামী ২৯ অক্টোবর ধার্য করেছে আদালত।
এই মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (এসিসি) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই নতুন দিন ধার্য করেন।

বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা রাজধানীর শাহবাগ থানায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

মামলায় বাদী অভিযোগ করেন যে, তৎকালীন প্রধান বিচারপতি সিনহা তার বিরুদ্ধে একটি মামলার রায় পরিবর্তনের জন্য প্ররোচিত করেন অথচ মামলাটি ইতোপূর্বে হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল।

প্রধান বিচারপতি সিনহা মামলা থেকে তাকে অব্যাহতি দিতে নাজমুল হুদার কাছ থেকে দুই কোটি ঘুষ দাবি করারও অভিযোগ করেন তিনি।

আজকের বাজার/এমএইচ