মিশর নর্থ সিনাই অঞ্চলে আকাশ ও স্থল পথে হামলা চালিয়ে সন্দেহভাজন ১৮ জঙ্গিকে হত্যা করেছে। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ দাবি করে।
ওই অঞ্চলে দীর্ঘদিনের চলমান বিদ্রোহ দমনের অংশ হিসেবে সেনাবাহিনী মঙ্গলবার এ অভিযান চালায়।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বাইর আল আবেদ শহরে তাদের সদস্যরা তাকিফিরি সন্ত্রাসীদের একটি হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, বিমানবাহিনীর সহযোগিতায় নিরাপত্তা বাহনীর সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করে এবং ১৮ জনকে হত্যা করে। এ সময়ে দুই সেনা সদস্য নিহত এবং আরো চারজন আহত হয়েছে। এছাড়া সেনা সদস্যরা বিস্ফোরক ভর্তি তিনটিসহ চারটি গাড়ি ধ্বংস করতে সক্ষম হয়।
নর্থ সিনাইয়ের রাজধানী আল আরিশ থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে বাইর আল আবেদ শহরে নানা সময়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট এসব হামলার দায়িত্বও স্বীকার করে।