সরকার চারজন সচিব পদমর্যাদার কর্মকর্তাকে সিনিয়র সচিব পদে পদায়ন করেছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, তাদেরকে নিজ নিজ কর্মস্থলেই সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে।
পদায়ন পাওয়া চার কর্মকর্তা হলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ