সিনেমায় অভিষেকে হচ্ছে হারভজন সিং ও পাঠানের

ক্রিকেটের পর এবার রুপোলি পর্দায় হারভজন সিং ও ইরফান পাঠান। কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার। দক্ষিণ ভারতের ছবিতেই দেখা যাবে হারভজন-পাঠানকে। দুই তারকাই টুইট করে বড় পর্দায় অভিষেকের খবর জানিয়েছেন।

পাঠানকে দেখা যাবে অজয় গানামুথুর আসন্ন ছবি ‘বিক্রম ফিফটিএইট’-এ। এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিক্রম। পরিচালক নিজেই পাঠানের সঙ্গে ছবি টুইট করে এই খবর শেয়ার করেছেন ভক্তদের।

অন্যদিকে হারভজন সিনে দুনিয়ায় অভিষেক করছেন কার্তিক যোগীর ‘দিক্কিলুনা’ ছবিতে। এ ছবিতে রয়েছেন আরেক জনপ্রিয় দক্ষিণী অভিনেতা শান্তানম।

আজকের বাজার/লুৎফর রহমান