সিনেমা ‘প্যাডিংটন ২’এর রেকর্ড

চলচ্চিত্র সমালোচকদের রিভিউয়ের ভিত্তিতে সিনেমার রেটিং তৈরির সাইট রটেন টম্যাটোজ-এ সর্বোচ্চ সংখ্যক অনুকূল মন্তব্য পাওয়ার রেকর্ড গড়ল ‘প্যডিংটন ২’।

আগে টানা ১৬৩টি প্রশংসামূলক সমালোচনা পেয়ে রেকর্ড গড়েছিল অ্যানিমেশন মুভি ‘টয় স্টোরি ২’।
এখন পর্যন্ত ১৬৫টি রিভিউ পেয়ে শতভাগ সমালোচকের বিবেচনায় ‘ফ্রেশ’ বা তাজা সিনেমা হওয়ার নতুন রেকর্ড গড়ল ‘প্যাডিংটন ২’।

গত বছর ‘লেডি বার্ড’ সিনেমাটি অল্প কিছু সময়ের জন্য এই রেকর্ডের অধিকারী ছিল কিন্তু, একটি মাত্র নেতিবাচক রিভিউ পাওয়ায় টোম্যাটো মিটারে সিনেমাটির রেটিং এখন ৯৯%।

প্যাডিংটন সিনেমা দুটির পরিচালক পল কিং রটেন টোম্যাটজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্যাডিংটন ছবিগুলো ভালোবাসার শ্রমের ফসল। বহু মানুষ দিনের পর দিন, এমনকি বছরের পর বছর মন-প্রাণ ঢেলে ছবিগুলোর একেকটি ফ্রেম গড়েছেন। এখন পর্যন্ত যারা ইতিবাচক মন্তব্য করেছেন ছবিটি সম্পর্কে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়ার পর প্রথম ‘প্যাডিংটন’ মুভিটিও দর্শক ও সমালোচকদের আকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে রটেন টোম্যাটোতে ১৪৫টি অনুকূল রিভিউ পেয়ে ছবিটির রেটিং ৯৮% ফ্রেশ।

মাইকেল বন্ডের শিশুতোষ কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত প্যডিংটন সিরিজের ছবি দুটি বক্স অফিসেও দারুণ ব্যবসাসফল হয়েছে। প্রথম ছবিটি বিশ্বব্যাপি ২৬৮ মিলিয়ন ডলার আয় করে। অন্যদিকে ২০১৭ সালের শেষে মুক্তি ‘প্যাডিংটন ২’ এখন পর্যন্ত আয় করেছে ১৫৫ মিলিয়ন ডলার।

আজকের বাজার: সালি / ২০ জানুয়ারি ২০১৮