সিনেমা হল চালু করায় সৌদি যুবরাজকে আল-কায়দার নিন্দা

Saudi Arabia's Crown Prince Mohammed bin Salman Al Saud is seen during a meeting with U.N Secretary-General Antonio Guterres at the United Nations headquarters in the Manhattan borough of New York City, New York, U.S. March 27, 2018. REUTERS/Amir Levy - RC19D23D4980

সিনেমা হল ও রেসলিংয়ের ব্যবস্থা করায় সৌদি যুবরাজ সালমানের নিন্দা করেছে জঙ্গি সংগঠন আল-কায়েদা।

আল-কায়েদা বলছে, রক্ষণশীল রাজ্যকে (সৌদি আরব) উদারনৈতিক করতে যুবরাজ সালমানের চেষ্টা ‘পাপপূর্ণ প্রকল্প’।

আল-কায়েদা অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এক বিবৃতিতে আরও বলে, ‘(মোহাম্মদ সালমানের) নতুন যুগে মসজিদের বদলে সিনেমা হল এসেছে।’

বছরখানেক আগে বাদশাহ সালমান তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ উপাধি দেন। এর পর থেকে সৌদি সমাজে নানা পরিবর্তনের সূচনা করেন তিনি।

সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নারীদের গাড়ি চালানোয় অনুমতি কার্যকর হচ্ছে আগামী মাসে। নারীরা ফুটবল স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি পেয়েছেন। এ ছাড়া গত এপ্রিলে সৌদির জেদ্দায় হয়ে গেল ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের মতো বড় অনুষ্ঠান।

রেসলিং প্রসঙ্গে আল-কায়েদা বলে, ‘প্রতি রাতেই গানের কনসার্ট, চলচ্চিত্র ও সার্কাস প্রদর্শনী হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজরা এতে থেমে নেই।’

আরজেড/