আগের মৌসুমে ইনজুরির কারণে সিপিএলে খেলতে পারেননি সাকিব আল হাসান। এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হয়নি তার। তবে সিপিএলের মাঝপথে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে জানিয়েছেন, সাকিবকে সিপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে বোর্ড।
নভেম্বরে হতে যাওয়া ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরুর আগেই দেশে ফিরবেন সাকিব, আকরাম খান আশা করছেন এমনটাই, ‘আমরা সাকিবকে সিপিএল খেলার ছাড়পত্র দিয়েছি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব।
আজকের বাজার/লুৎফর রহমান