কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-সিপিএ সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ নভেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স-সিপিসি’র ভাইস প্যাট্রন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন শুধু আঞ্চলিক সমস্যা নয়, এটি বৈশ্বিক অস্তিরতা সৃষ্টি করেছে তাই সবাই মিলে এর সমাধান করতে হবে।
এর আগে ১ নভেম্বর থেকে শুরু হয় ৬৩তম এ সম্মেলন। এবার ৫২টি দেশের মধ্যে ৪৪টি দেশের ১১০টি ব্রাঞ্চের জনপ্রতিনিধি অংশ নিচ্ছেন। আগামী ৮ নভেম্বর সম্মেলন শেষ হবে।
শেখ হাসিনা বলেন, মায়ানমারকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশে আসা সেদেশের রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। তাই রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের ওপর চাপ প্রয়োগ করুন।প্রায় এক মাস পরে গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের বাইরে কোনও অনুষ্ঠানে যোগ দিলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মায়ানমার সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন করে তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। এর মাধ্যমে শুধু এ অঞ্চলে নয়,এর বাইরেও অস্থিরতা তৈরি করছে। মায়ানমার সরকারের এমন আচরণের জন্য সেখান থেকে ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আসা আরও প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।
শেখ হাসিনা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে আমরা এই বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছি। আপনাদের অনুরোধ জানাবো রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করুন।
উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা বক্তব্যে সিপিএ চেয়ারপার্সন ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী রোহিঙ্গা সমস্যা সমাধানে কমনওয়েলথ সংসদ সদস্যদের জরুরি সাহায্য চান।
আজকের বাজার:এলকে/এলকে ৫ নভেম্বর ২০১৭