সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের পাঁচটি বগি বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত হয়েছে। এসময় ইঞ্জিনসহ চারটি বগিতে আগুন ধরে যায়।
এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাজির হোসেন জানান, বেলা দেড়টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের কাছে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। পরে চারটি বগিতে দ্রুত আগুন ধরে যায়। আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
তবে তিনি এ দুর্ঘটনায় হতাহতের বিষয়ে সঠিকভাবে কিছু বলতে পারেননি।
প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাতে কসবার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহত হন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ