সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীসহ ২জন নিহত

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায়  গতরাতে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীসহ ২জন নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংকের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বগুড়া জেলার ধুনট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংকে কাছে ২জন নারীসহ মোটরসাইকেল চালক রাস্তা পার হচ্ছিল। এসময়  মোটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম ট্রাকের সাথে ঝুলে পড়ে। ট্রাক চালক ঝুলন্ত কলেজ শিক্ষার্থী নিয়ে উপজেলার ধানগড়া এলাকায় পৌছালে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে এবং কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়। তবে চালক পালিয়ে গেছে।