সিরাজগঞ্জে আরও ১১৬ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী বাজার থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আরও ১১৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ডিলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কয়েকদিন আগেও একই ডিলারের প্রতিবেশির বাড়িতে রাখা ৩৫৭ কেজি চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ শামসুজ্জোহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলার কৈজুরী বাজারে ডিলার আলাউদ্দিনের গুদামে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি মূল্যের ১১৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিলার আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনার তদস্তে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা ফুড ইন্সপেক্টর রওশন আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাতাব হোসেন ও কৈজুরি ইউনিয়নের সচিব মহব্বত হোসেন।

নতুন ডিলার নিয়োগ হওয়ার পর তার মাধ্যমে উদ্ধার করা এ চাল কার্ডধারী সুবিধা ভোগীদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে বলেও জানান ইউএনও।

এদিকে ওই ইউপি চেয়ারম্যানকে তদস্ত কমিটির প্রধান করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে চেয়ারম্যানকে বাদ দিয়ে কমিটি গঠন করার জোর দাবি জানিয়েছেন।