সিরাজগঞ্জের এনায়েতপুরে সুমি বিশ্বাস (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমি খামারগ্রাম ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এ বছরের চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো সে।
রোববার সকালে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ধারণা করছে, দরিদ্র পরিবারের কাছে চাহিদামতো পড়াশোনার খরচ না পেয়ে সে আত্মহত্যা করেছে।
এনায়েতপুর থানার উপপরিদর্শক রিপন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমি শনিবার রাতে নিজ কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে এনায়েতপুর থানায় মামলা হয়েছে।
রাসেল/