জেলার বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী কবরস্থান এলাকায় গুলি ও আগ্নেয়াস্ত্রসহ হারুন-অর-রশিদ (৩৭) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
জানাগেছে,মঙ্গলবার রাতে উপজেলার রান্ধুনীবাড়ী কবরস্থান এলাকায় র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হারুন-অর-রশিদ বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের নূর হোসেন সরকারের ছেলে।
র্যাব-১২ এর মিডিয়া কর্মর্কতা মেজর রিফাত-বিন-আসাদ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রান্ধুনীবাড়ী কবরস্থান মোড়ে অভিযান চালিয়ে হারুন-অর-রশিদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পিস্তল, ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, সে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান