সিরাজগঞ্জের রায়গঞ্জে ইছামতি নদীর চর থেকে আমিনা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ জুন) পাঙ্গাসী ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামেের ইছামতি নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমিনা (২২) চক গোবিন্দপুর গ্রামের হাসান আলীর মেয়ে ও একই গ্রামের শাহীন শেখের স্ত্রী।
রায়গঞ্জ থানার ওসি পঞ্চানন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,‘ নিহত গৃহবধূর মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।’
তিনি আরও জানান,‘ নিহতের শরীরে কোনো জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।’
আজকের বাজার/এসএম