সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ জানায়, আজ সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবোঝাই ট্রাক একইদিক গামী একটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী মাল বোঝাই ট্রাকের চালক নিহত হন। খবর পেয়ে দমকল বাহিনী ও সেতু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলে। পরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় খুঁটিবাহী ট্রাকটিকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের বাজার/একেএ