সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে শনিবার সকালে একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পৌঁছালে পাথরবাহী ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক ও দুই যাত্রী নিহত হন।
আজকের বাজার/এমএইচ