সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও পাচঁজন আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩ জুন) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের দাদপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রংপুরগামী টিন বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টিন বোঝাই ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

আরজেড/জামান