সিরাজগঞ্জে ট্রাক চাপায় হেলপার নিহত

সিরাজগঞ্জের কাজীপুরে ট্রাকচাপায় আজমহর আলী নামে এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার  (১২ জুলা্ই) জেলার সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমহর আলীর বয়স (৩৫) । নিহত  আজমহর আলী  কাজীপুর এলাকার সবুর আলীর ছেলে।

কাজীপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, সকালে সীমান্ত বাজারে বালুবোঝাই একটি চলন্ত ট্রাক থেকে নামার সময় হেলপার আজমহর আলী পা ফসকে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসএম/