ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার শাহী কোলায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ৯ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বর রাজন ও কনে সুমাইয়া খাতুনের নাম পরিচয় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে অন্য হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, বরযাত্রী বাহী একটি মাইক্রোবাস উল্লাপাড়া থেকে বেতকান্দি যাবার পথে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
আজকের বাজার/লুৎফর রহমান