সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে দুজনের মৃত্যু

Sirajganj

শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুটিবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপন (২৭) ও আনছার মোল্লার ছেলে আশরাফুল (১৮)।

আহতদের মধ্যে সাতজনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ফয়সাল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘গুটিবাড়ি গ্রামের বাহারাম ও নাজিম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যার আগে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আহতদের হাসপাতালে পাঠানো হলে সেখানে দুজনের মৃত্যু হয় বলে খবর পেয়েছি।’

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।