সিরাজগঞ্জে এক তরুণীকে গণধর্ষণ মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে জেলার সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামের ওই তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী পাঁচিল গ্রামের রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে ওই তরুণীকে রাসেল বিয়ের প্রলোভন দেখিয়ে যমুনা নদীর চরে নিয়ে যায়। পরে রাসেল ও তার সঙ্গীরা মিলে রাতে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। ভোরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তরুণীর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আদালত এই রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। দুই আসামি পলাতক রয়েছেন।
আজকের বাজার/এমএইচ