বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত - এপ্রিল ২২, ২০১৮ ১:৩৪ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার সকালে বর্ণিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম (৩৮)। নুরুল ইসলাম একই উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামের সন্তোষ মণ্ডলের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসলাম হোসেন জানান, ২০০৪ সালের একটি মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে অপহরণরে অভিযোগে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এরপর পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ণিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আজকের বাজার/একেএ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.