সিরাজগঞ্জে নারীর হাতবাঁধা মৃতদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চর থেকে অজ্ঞাতপরিচয়ে (৪০) এক নারীর হাতবাঁধা ও গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার নতুন মাইজবাড়ি চর থেকে ওড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, সন্ধ্যায় ওই নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতেই লাশটি উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে ওই লাশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আজকের বাজার/আরজেড