সিরাজগঞ্জে পতিতা নিয়ে ফূর্তি করার সময় আবদুল কাদের ফকির ওরফে টনক খুলু নামে এক ভণ্ড পীরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জুন) সিরাজগঞ্জে হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া পূর্বপাড়া গ্রামে ওই পীরের বাড়িতে অভিযান চালিয়ে খদ্দেরসহ এক পতিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মুরিদ সেজে ভণ্ড পীরের আসরে যায় ওই পতিতা। এ সময় পতিতা নিয়ে বাড়ির একটি কক্ষে ফুর্তি করার সময় আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ভণ্ড পীর।
পাশাপাশি ঘরের অপর একটি কক্ষ থেকে পীরের এক সহযোগীকে পতিতা নিয়ে ফুর্তি করার সময় আপত্তিকর অবস্থায় ধরা হয়। এর মধ্যে পুলিশকে ফাঁকি দিয়ে ভণ্ড পীর ও এক পতিতা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক পতিতা ও এক খদ্দেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাদপুর উপজেলার শরিষাকোল গ্রামের মন্টু মণ্ডল (৪৭) ও মাগুড়া জেলার মোহাম্মদপুর থানার কানুটিয়া গ্রামের তরুণী (২৫)। এ ঘটনায় শাহজাদপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস বাদী হয়ে এদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া।
আরজেড/