সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের ব্রহ্মকপালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম খলিল মোল্লা (৬০)। খলিল মোল্লা ওই গ্রামের মৃত মনছের মোল্লার ছেলে।
বড়হর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জানান, সকালে কৃষক খলিলুর রহমান বাড়ির পাশে নিজের জমির ধান কাট ছিলেন। দুপুরে দিকে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত হলে তার শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজকের বাজার/একেএ