জেলার উল্লাপাড়ায় আজ একটি শ্যালো ঘরের (শ্যালো ইঞ্জিন চালিত পানির পাম্প) উপর বজ্রপাতে ঘটনাস্থলেই মহিলাসহ ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে-উপজেলার মাটিকোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের বাহাদুরের ছেলে আব্দুল কুদ্দুস (৬০), শিপপুর গ্রামের ইমাম প্রামানিকের ছেলে মোবাখোর (৪০), একই গ্রামের মোকাবের ছেলে মোনাফ (১৮), সাবের আলীর ছেলে শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শমসের আলীর ছেলে শাহিন (২১) ও রিতু খাতুন (১৪)। হতাহতরা সবাই কৃষি শ্রমিক।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বজ্রপাতে হতাহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা আমন ধানের চারা উত্তোলন করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে সকলেই মাঠের মধ্যে একটি শ্যালো ঘরে(শ্যালো ইঞ্জিন চালিত পানির পাম্প) গিয়ে ওঠেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন মারা যায়।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় শোকার ছায়া নেমে এসেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘আমরা ঘটনাস্থল থেকে ৬জনের মরদেহ উদ্ধার করেছি। দু’জনের মরদেহ কোথায় আছে জানতে পারিনি।’