সিরাজগঞ্জের কাজিপুর ও কামারখন্দ উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন।
নিহত তিন জনের মধ্যে দুই জন হচ্ছেন পিতা সামছুল হক ও তার ছেলে আরমান। কাজিপুরের তেকানী চরে তারা বজ্রপাতে নিহত হন। অপর জন হলেন আবদুল কাদের। তিনি কামারখন্দে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।
আজ রোববার সকালে ওই দুই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
কাজিপুরের তেকানী চরে বজ্রপাতে নিহত পিতা-পুত্রের পরিবারের সদস্যরা জানায়, সকালে চরে সামছুল হক ও তার ছেলে আরমান বাদাম ক্ষেতে কাজ করতে যায়। পরে সাড়ে ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ের সময় বজ্রাঘাতে তারা ঘটনাস্থলেই নিহত হয়।
অপর দিকে কামারখন্দে ধান কাটার সময় বজ্রপাতে আবদুল কাদের নামের এক কৃষক নিহত হন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুস্পকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাদের উপজেলার জামতৈল ইউনিয়নের পুস্পকুড়া গ্রামের মৃত তাহের মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে কৃষক কাদের হোসেন বাড়ির পাশে ধান কাটতে মাঠে যান। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষণা করেন।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানসিলা কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আজকের বাজার/একেএ/