সিরাজগঞ্জে বজ্রপাতে ১০ মহিষের প্রাণ হানি ঘটেছে।এ সময় মহিষ দেখাশোনার দায়িত্বে থাকা দুই রাখালও আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার(৭ মে) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া চরে এ ঘটনা ঘটে।আহত রাখাল নিবারন ঘোষ ও নিমাই ঘোষকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিষ বাথানের মালিক দুলাল ঘোষ জানান, যমুনার চরে ৪শ’ মহিষের একটি বাথান চড়াচ্ছিলেন ওই দুই রাখাল। সোমবার সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই বাথানের ১০টি মহিষ মারা যায়। এ সময় মহিষের রাখাল নিবারণ ঘোষ ও নিমাই ঘোষ গুরুতর আহত হয়।
তিনি আরও জানান, ১০ মহিষের মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন বজ্রপাতে মহিষের মৃতুর তথ্য নিশ্চিত করেছেন।
আরজেড/