সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ছবি : ইন্টারনেট

সিরাজগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মাঠে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, চারটি গুলি, ১০৫টি ইয়াবা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার ও দুই কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মাদকের লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে মাহমুপুর মাঠে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৭ মিনিট বন্দুকযুদ্ধের একপর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর হোসেনের নামে সদর থানায় ৭টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

আরজেড/