সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতী গ্রামে শনিবার ভোর রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত মোস্তফা কামালকে (৩৫) একজন শীর্ষ মাদক ব্যবসায়ী দাবি করে পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তার সহযোগী চার মাদক বিক্রেতাকে আটক এবং ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তবে, তাৎক্ষণিক আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।
উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদের ভাষ্য, ঘটনাস্থলে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৪ টায় পুলিশ অভিযান চালায়। এসময় মাদক বিক্রেতাদের সাথে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।