সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় বাসচাপায় আহত এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতের নাম মিজানুর রহমান। মিজানুর রহমান পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
বুধবার (৩০ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৬ পুলিশ সদস্য আহত হন।
বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, মঙ্গলবার রাতে পুলিশের গাড়িতে টহল ডিউটিতে ছিলেন মিজান। এ সময় কোনাবাড়ি এলাকায় লালমনিরহাটগামী সাহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস টহল গাড়িটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মিজানুর রহমান।
তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান। আহত অন্যান্য পুলিশ সদস্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আজকের বাজার/একেএ