সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের জেলার হাটিকুমরুল হাইওয়ে থানার পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মনিজা খাতুন (৫০)। মনিজা খাতুন সলঙ্গা থানার দাদনপুর গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মোটরসাইকেলে সানোয়ার হোসেন ও তার স্ত্রী সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে নওগাঁ-কিশোরগঞ্জগামী অপরুপা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মনিজা খাতুন নিহত ও স্বামী সানোয়ার আহত হন।
সানোয়ার হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
আজকের বাজার/একেএ