সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। নিহতরা হলো - শিক্ষক আবদুল খালেদ মাহমুদ (৩০), মাদ্রসার ছাত্র ইমরান হোসেন (১৫), ইয়াসিন আরাফাত (১৮) ও ইলিয়াস হোসেন (১৭)। এরা সবাই ঢাকা তেজগাঁওয়ের উত্তর বেগুনবাড়ী ইসলামী মাদ্রাসার ছাত্র-শিক্ষক।
আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম জানান, একটি ইসলামী মাহফিলে যোগদান শেষে মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের বহনকারী একটি বাস নওগাঁ থেকে ঢাকার বেগুনবাড়ী যাবার পথে মহাসড়কের কাশেম মোড়ে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, এসময় ঘটনাস্থলেই দুই ছাত্র মারা যায়। আহত হয় ১৭ জন। আহতদের উদ্ধার করে ঐ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক মারা যান। গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে আরো একজন ছাত্র মারা যায়।
সিরাজগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, লাশ মর্গে রয়েছে। আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। সূত্র - বাসস
আজকের বাজার / এ.এ