সিরাজগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জের কাভার্ডভ্যান ও যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ যাত্রী। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১ জুন) দিবাগত রাত পৌনে ৩টার জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার সাব ইন্সপেক্টর মোকাররম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলো। এ সময়পাশ দিয়ে যাওয়া কাভার্ডভ্যানটিকে ওভারটেক করার সময় যান দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুটি গাড়িই উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ১৯ জন। এদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

রাসেল/