সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৫ নারী নিহত, আহত ২৩

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সংযোগ মহাসড়কে দুই বাস ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পাঁচ নারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৩ জন।

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর বেলা ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে পুলিশ ফাঁড়ির সামনে এ হতাহতের ঘটনা ঘটে।

এর আগে বুধবার রাতেও একই স্থানে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সংযোগ মহাসড়কে ৭ জনের প্রাণ ঝরলো।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার ও কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ আলী জানান, ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। বাস থেকে চার নারীর লাশ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও এক নারী মারা যায়।

পুলিশ জানায়, আশঙ্কাজনক অবস্থায় চার জনসহ ১৯ জনকে শেখ ফজিলাতুননেছা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ