সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় গুপীন্দ্রনাথ সরকার (৪৫), সোহাগ (২৮) ও রেনুকা খাতুন (৪০) নিহত হয়েছেন।এছাড়া কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ মে) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের খালকুলা এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নিহত  গুপীন্দ্রনাথ সরকার পেশায় প্রভাষক।সে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে।  তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহম্মেদের ছেলে সোহাগ ও  একই উপজেলার আমবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী রেনুকা খাতুন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি আব্দুল কাদের বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। বাকি একজনের মরদেহ ঘটনার পরই নিয়ে যাওয়া হয়।চালক ও তার সহযোগীসহ বাসটি আটক করেছে পুলিশ।

আরজেড/