সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম এ তথ্য জানান, ছয় জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে কীভাবে এ ঘটনা ঘটল বা হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজকের বাজার/এমএইচ