বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি ছিলেন সেরাজুল ইসলাম সেরাজ। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন আবেদনের শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান