জেলায় ঘুমন্ত অবস্থায় মাকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ দুপুর ১২ দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন শহরের মুজিব সড়কের গাজী তোজাম্মেল হকের ছেলে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, নাহিদ ইমরান নিয়ন জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। ঋণ পরিশোধের জন্য মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে দ্বন্ধ হয়। এতে সে ক্ষুদ্ধ হয়ে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভোরে মা রাশিদা বেগমকে জবাই করে পালিয়ে যায়। এ ঘটনায় আসামীর ছোট ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রোববার দুপুরে এদন্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এ্যাড. জেবুন্নেচ্ছা ও আসামী পক্ষের এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিক বাবলু মামলাটি পরিচালনা করেন। (বাসস)