সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা শাহীন শেখ নিহত হওয়ায় আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা।
সোমবার (১১ জুন) শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহর ঘুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদত হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদের নেতৃত্বে আনন্দ মিছিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আনন্দ মিছিলে মাদক ও মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয় ও জেলা পুলিশকে সাধুবাদ জানানো হয়।
আজকের বাজার/এসএম