সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় এলাকায় নিজ বাসা থেকে সোমবার রাতে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমা বেগম(৬৫)ওই এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাস্টারের স্ত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-অপারেশন)নূরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। তবে বৃদ্ধাকে কারা কেন গলা কেটে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান