জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকালে জেলার শাহজাদপুর তালগাছি আবু ইসহাক আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃত্তি প্রদান ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন।
জেলা প্রশাসক মীর মোহম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার আফসার আলী প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৬৮৮ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ অংশগ্রহন করেন।
এছাড়াও অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত শিল্পী বাপ্পা মজুমদার গান পরিবশন করেন ও নাট্য ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিমের সংলাপ উপস্থাপন করেন। (বাসস)