সিরাজগঞ্জে শ্রেষ্ঠ ইমামদের মধ্যে চেক ও সনদ বিতরণ

জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ও জেলা সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ ২৫ জন ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমামের মধ্যে চেক ও সনদপত্র বিতরন করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ অনুষ্ঠানে জেলা পর্যায়ের ২৫ জন শ্রেষ্ঠ ইমামের মধ্যে দুইলাখ ৮৬ হাজার দুইশ’ ৫০ টাকার চেক বিতরন করা হয়। (বাসস)