সিরাজগঞ্জে তাজবির মোহাম্মদ পার্থ (৩৮) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তাজবির মোহাম্মদ পার্থ শাহজাদপুর উপজেলার ছয়আনি পাড়ার খান মোহাম্মদ আলী অলকের ছেলে।
সোমবার (৩০ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাদক সেবনের অভিযোগে আটকের পর জেলা কারাগারে ছিলেন তিনি।
জেলা কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় তিন মাস আগে মাদক সেবনের অভিযোগে পার্থকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছিল তার পরিবার।
গত কয়েকদিন ধরেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজকের বাজার/আরআইএস