স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা রিয়াদ হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি)।
রোববার, ১১ মার্চ দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার সাত দিনের রিমান্ড চেয়েছে পিবিআই।
রিয়াদ হোসেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। ধর্ষণের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। তার বাড়ি বেলকুচি উপজেলার চরচালা গ্রামে। স্কুলছাত্রী ধর্ষণ ছাড়াও বেলকুচি পৌরসভা কার্যালয়ে ভাঙচুর ও নারী মেয়রকে লাঞ্ছিত করা, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় এমপি আব্দুল মজিদ মণ্ডলকে নিয়ে কটূক্তিসহ বেশ ক’টি মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি সে।
আরএম/